চলো সাহিত্যের ভিড়ে
Pages
(Move to ...)
চলো অন্তরালে
ধূসর হিয়া
চলো অন্তরালে
▼
হৃদয় মুছে নিও
কাঁধে মাথা রেখে বলো না আর তুমি আমার,
মন চুরি হয়ে গেছে সেই কবেই তোমার।
আমি ধোকাঁয় বেঁচে আছি,
বোকা হয়ে দূরে আছি;
তুমি আর ডেকো না ছলনায়,
এই প্রেম দেখবো না পবিত্র আয়নায়।
হাতটা ধুয়ে নিও আমার স্পর্শ মুছে যাবে,
হৃদয় মুছে নিও স্মৃতি খেলা করবে।
-ধূসর কাব্যিক
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment