আমি থাকবো সাহিত্য পাড়ায়

দিদার আহমেদ

 আমি আছি সাহিত্য পাড়ায়, 
লিখবো মনপাখি আর কলমের ইশারায়; 
আমি থাকবো তোমাদের মাঝে, 
সকাল সন্ধ্যা প্রিন্ট আউট ডাইরির ভাজেঁ,
কোনো এক বইয়ের মোড়কে থাকবে আমার প্রতিচ্ছবি, 
সেই ঝকঝকা মোড়ক আমাকে মনে ভাসাবে খুবি;
কোনো এক মোম জ্বলা টেবিলে আমার কবিতাগুচ্ছ পড়বে তোমরা,                 আমি মনে পড়ে যাবো আবারো তোমাদের মনে লাগবে খরা।

সাম্প্রতিক লেখা

আমি থাকবো সাহিত্য পাড়ায়

দিদার আহমেদ  আমি আছি সাহিত্য পাড়ায়,  লিখবো মনপাখি আর কলমের ইশারায়;  আমি থাকবো তোমাদের মাঝে,  সকাল সন্ধ্যা প্রিন্ট আউট ডাইরির ...