সম্পর্কটা ছিলো ভেতরের,
সম্পর্কটা খুবি আদরের,
আজ লুকিয়ে কই তোরা?
আমার কলেজ ব্যাগটা ধূলোই ভরা,
আমি কান্না করি গোপনে,
রাত কাটে মোর ভেজা নয়নে।
ক্লাসগুলো সব ঘুমের ঘোরে,
কাটিয়েছি কলেজ ঘরে,
শৈশব গেলো সাবেক হলো,
কই গেলো প্রিয়মুখগুলো?
আজ লুকিয়ে কই তোরা?
আমার কলেজ ব্যাগটা ধূলোই ভরা।
No comments:
Post a Comment