পারবতী


পারবতী

দিদার আহমেদ

সে বেলায় কত সুন্দর ছিলো পৃথিবীটা,

হাসির কারণগুলোও জীবিত ছিলো জুড়ে নীলের অংশটা।

পারবতী তুমি গান গেয়েছিলে আমার আঙিনায়,

আমি মুখ তুলে তাকিয়েছিলাম তোমার দরজায়।

লাল তুমি নীলের প্রিয় হয়েছিলে সেদিন,

তোমার ঠোঁটের অতিরিক্ত ব্যাস্ততা ছিলো যেদিন।

ঘুম পাড়িয়ে ছিলে সেদিন বিরহের,

খুব দাম দিয়ে কিনেছিলাম বিড়ম্বনা শেষ প্রহরের।

আবেগমাখা খুনসুটিতে নাম দিয়েছিলাম,

স্বপ্ন ভাঙার গল্পগুলো হঠাৎ হারিয়েছিলাম।

পারবতী তুমি প্রিয় হয়েই আছো হিয়ায়,

জোৎস্না বিলে সাতার কাটছি হারিয়ে তোমার মায়ায়।

সাম্প্রতিক লেখা

আমি থাকবো সাহিত্য পাড়ায়

দিদার আহমেদ  আমি আছি সাহিত্য পাড়ায়,  লিখবো মনপাখি আর কলমের ইশারায়;  আমি থাকবো তোমাদের মাঝে,  সকাল সন্ধ্যা প্রিন্ট আউট ডাইরির ...