তুমি স্মৃতির ঝড়া পাতায় রয়ে যাবে আজকের এই প্রহর হতে....
মনে যেদিন খরা লাগবে সেদিন মিথ্যাে সুখে বুক ভাসিয়ে হলেও তোমাকে আড়াল করবো হৃদমাজারে।
স্মৃতির জোনাকিদের তালাবদ্ধ করে রাখবো পুরনো কনডেম সেলে,
তুমিময় বিষাদ চিরকাল থাকবে ধূসর জীবনের কালো অধ্যায়,
আজি এই ক্ষণে কাব্যে লিখা হোউক বিদায়।