বরফে আবৃত খেলাঘর


কর্মের মর্ম বুঝতে গিয়েছে গুণিজন,
আমলাতন্ত্র চুপ মেরে আছে হতাশ গুণিজন;
ফেলনা শব্দ প্রশাসন,
চলছে সুন্দর দুঃশাসন।
মালিকানা সব মালিকানা,
আমি-তুমিও অন্যের মালিকানা।

আইন-বরফে আবৃত নামকৃত আইসক্রীম,
বিচার-হাস্যকর বিষয়;
গণতন্ত্র-অদেখা,অলেখা কাহিনী।
তরুণ ভুলেছে রাজপথ,
আমরা ভুলে গিয়েছি রেসকোর্স।

-ধূসর কাব্যিক

No comments:

Post a Comment

সাম্প্রতিক লেখা

আমি থাকবো সাহিত্য পাড়ায়

দিদার আহমেদ  আমি আছি সাহিত্য পাড়ায়,  লিখবো মনপাখি আর কলমের ইশারায়;  আমি থাকবো তোমাদের মাঝে,  সকাল সন্ধ্যা প্রিন্ট আউট ডাইরির ...