হৃদয় মুছে নিও

কাঁধে মাথা রেখে বলো না আর তুমি আমার,
মন চুরি হয়ে গেছে সেই কবেই তোমার।
আমি ধোকাঁয় বেঁচে আছি,
বোকা হয়ে দূরে আছি;
তুমি আর ডেকো না ছলনায়,
এই প্রেম দেখবো না পবিত্র আয়নায়।

হাতটা ধুয়ে নিও আমার স্পর্শ মুছে যাবে,
হৃদয় মুছে নিও স্মৃতি খেলা করবে।

-ধূসর কাব্যিক

No comments:

Post a Comment

সাম্প্রতিক লেখা

আমি থাকবো সাহিত্য পাড়ায়

দিদার আহমেদ  আমি আছি সাহিত্য পাড়ায়,  লিখবো মনপাখি আর কলমের ইশারায়;  আমি থাকবো তোমাদের মাঝে,  সকাল সন্ধ্যা প্রিন্ট আউট ডাইরির ...