প্রিয় মুখের খেয়ালে


প্রিয় নাম মুছে যায় আধাঁরে,
কপালের কালো টিপ ঝরে,
কান্নার মেলা বসে হৃদয়ে,
প্রিয় খাম ভেজেঁ অশ্রুজলে।

অভিনীত হাসির মালিকানা,
হাতে কষ্ট লিখা বইখানা।
যে নামে হাসতে শেখালে,
সেই নামটা হঠাৎ আড়ালে।

আমি কষ্ট সাজাই দেয়ালে,
দগ্ধ হৃদয় প্রিয় মুখের খেয়ালে।

-ধূসর কাব্যিক

No comments:

Post a Comment

সাম্প্রতিক লেখা

আমি থাকবো সাহিত্য পাড়ায়

দিদার আহমেদ  আমি আছি সাহিত্য পাড়ায়,  লিখবো মনপাখি আর কলমের ইশারায়;  আমি থাকবো তোমাদের মাঝে,  সকাল সন্ধ্যা প্রিন্ট আউট ডাইরির ...