অষ্ঠ প্রহরে


দিদার আহমেদ 

 বৃদ্ধ বুকের শুদ্ধ চাওয়া হলো না তোমায় পাওয়া,
হৃদয় বীণা সুর হীনা হবে না গান গাওয়া;
সর্বনাশী ভালোবাসি তোমার ঠোঁটের হাসি, 
তোমার অট্রহাসি কান্নাবাসী আমি দিবা নিশি। 
 চিলেকোঠায় স্বপ্ন ঠোকাই বাধঁতে সুখের ঘর, 
রঙিন মলিন স্বপ্ন বিদায় করলি আমায় পর। 
সুখের তরে শোকের ছায়া আমার শহরে, 
কান্নায় খুশি কান্নায় ভাসি অষ্ঠ প্রহরে। 

1 comment:

সাম্প্রতিক লেখা

আমি থাকবো সাহিত্য পাড়ায়

দিদার আহমেদ  আমি আছি সাহিত্য পাড়ায়,  লিখবো মনপাখি আর কলমের ইশারায়;  আমি থাকবো তোমাদের মাঝে,  সকাল সন্ধ্যা প্রিন্ট আউট ডাইরির ...