পাবে না ছাড়


 আল-আকসা আমার প্রভুর প্রিয়,

আল্লাহর ঘর আমারও প্রিয়।

আব্বাস তোমাকে লাখো সালাম,

ওলমার্ট তোমার স্বপ্নগুলো হারাম,

যার ফলে আজ পরিচিত কোযার্টেট নাম।

হামাসে শিশুর কান্নার জলে ভেজা প্রান্তর,

ফাতাহতে চলছে চলুক।

গাজা উপত্যকা আজ বিশ্ব জেনেছে,

মৃত্যুর মিছিল হেথায় চলুক।

মায়ের কোলের মাসুম শিশু অনাহারে ময়লা স্তূপে,

মা পড়ে আছে অভিশপ্ত ভূমিতে রক্তাক্ত বুকে।


আব্বাসের জোয়ারে ফিলিস্তিনে চলছে যুদ্ধ যত,

আল-আকসা তে চাই না অপবিত্র হাত চাই অক্ষত।

শান্তি রক্ষার বৈঠকে যে সংঘাতের সৃষ্টিপাত,

জাতিসংঘের শান্তি বাহিনী কই নেই কেনো উৎপাত?


যুদ্ধ বিরতির পর কৌশল চলবে না আর,

ইসরাঈল তুমি মাথা বিগড়ে দিয়েছো মুসলমান সবার।

ইসলামকে আঘাত করে কেউ পায় নি পাড়,

তুমিও পাবে না ছাড়।

No comments:

Post a Comment

সাম্প্রতিক লেখা

আমি থাকবো সাহিত্য পাড়ায়

দিদার আহমেদ  আমি আছি সাহিত্য পাড়ায়,  লিখবো মনপাখি আর কলমের ইশারায়;  আমি থাকবো তোমাদের মাঝে,  সকাল সন্ধ্যা প্রিন্ট আউট ডাইরির ...