হাতটা শূন্য লাগে



কিছু কথার মানে খোজাঁ,
তোমার বায়না খুব সোজা।
আমার নিঃশব্দ কিছু কথা,
তোমার দেয়া বোবা ব্যাথা।
আমি ঘুমিয়ে গিয়েছি ময়লা বালিশে।

আমার হাতটা শূন্য লাগে,
এমন কঠিন সময় ছিলনা আগে।
সন্ধ্যে বেলায় ডাক দিও না আমায়,
গত বৃহস্প্রতিতে হারিয়েছি তোমায়।
আয়নাটা ঝাপসা ভীষণ আমার নিঃশ্বাসে।

-ধূসর কাব্যিক

No comments:

Post a Comment

সাম্প্রতিক লেখা

আমি থাকবো সাহিত্য পাড়ায়

দিদার আহমেদ  আমি আছি সাহিত্য পাড়ায়,  লিখবো মনপাখি আর কলমের ইশারায়;  আমি থাকবো তোমাদের মাঝে,  সকাল সন্ধ্যা প্রিন্ট আউট ডাইরির ...