বিধিলিখন


 যদি সেদিনকার মতো আবার বৃষ্টি নামতো, 

যদি ভুল চিঠিগুলো ভিঁজে একাকার হয়ে যেতো! 

তবে আবারো তোমার নরম হাতটা কাছে পেতাম,

 

তুমি ভুল ছিলে আমি বদলে গিয়েছি তা ভুলে যেতাম। 

 

কাগজের নৌকো ডুবে যাবে জানতে,

 

তবুও কেনো ভুল আবেগ কিনতে?

 

আমার না হয় একলা হওয়ার বিধিলিখন,

 

তবে কেনো আছো একলা তুমিও এখন? 

 


No comments:

Post a Comment

সাম্প্রতিক লেখা

আমি থাকবো সাহিত্য পাড়ায়

দিদার আহমেদ  আমি আছি সাহিত্য পাড়ায়,  লিখবো মনপাখি আর কলমের ইশারায়;  আমি থাকবো তোমাদের মাঝে,  সকাল সন্ধ্যা প্রিন্ট আউট ডাইরির ...