"অপরাধী কে"


দিনমজুর না খেয়ে মরুক,

আমলারা দুধেভাতে থাকুক;

লকডাউন ভাই লকডাউন,

খালি পেটে ঘরে থাকুন।

পুলিশ আসছে দৌড়ে পালান,

দেখতে পেলে বোধ হয় যাবে গর্দান।


কে দিলো ভাই পুলিশকে এতো ক্ষমতা?

সরকার নাকি পুলিশকে শিখিয়েছে বর্বরতা।

পুলিশটাকে বেতন দিচ্ছি সুন্দর রাখতে দেশ,

আর্মিটাকে পুষি আমি দেশটা রাখতে নিরাপদ,

বিজিবিকে রেখেছি আমি বেতন দিয়ে সীমান্তে,

নৌ-সেনাদের বেতন চালাই মুক্ত রাখতে সমুদ্র,

বিমান সেনা পুষি আমি মুক্ত রাখতে দেশের আকাশ।


আমার টাকায় চলবে প্রশাসন চলবে সকল নিরাপত্তা বাহিনী,

এখন বলি সরকার যদি আমিই হই তবে অপরাধী কে?  


-ধূসর কাব্যিক

No comments:

Post a Comment

সাম্প্রতিক লেখা

আমি থাকবো সাহিত্য পাড়ায়

দিদার আহমেদ  আমি আছি সাহিত্য পাড়ায়,  লিখবো মনপাখি আর কলমের ইশারায়;  আমি থাকবো তোমাদের মাঝে,  সকাল সন্ধ্যা প্রিন্ট আউট ডাইরির ...