তোমার জন্যে জীবন তরী ভাসছে অকুল সাগরে,
পাবো বলে তোমায় আমি তুমি হতেই দূরে;
গোপন করে আড়াল তোমার নিচ্ছি আমি খোজঁ,
তোমার জন্য হৃদ বাড়িতে শোক প্রবাহ রোজ।
লোক সমাজে সুখী আমি ভেতর ঘরে শোক,
বলছি আমি দিব্যি কেটে সানজু আমার প্রিয় অসুখ।
আঙুল কেটে বসে আছি সামনে আমার খাবার রেখে,
ভাবছি তুমি দিচ্ছো আমায় মুখে তুলে খাবার মেখে।
চিন্তা আমার মাথা জুড়ে ভয়টা প্রতি দমে,
তোমায় আমার পেতে হবে সামাজিক নিয়মে।
-ধূসর কাব্যিক
No comments:
Post a Comment