আমি থাকবো সাহিত্য পাড়ায়

দিদার আহমেদ

 আমি আছি সাহিত্য পাড়ায়, 
লিখবো মনপাখি আর কলমের ইশারায়; 
আমি থাকবো তোমাদের মাঝে, 
সকাল সন্ধ্যা প্রিন্ট আউট ডাইরির ভাজেঁ,
কোনো এক বইয়ের মোড়কে থাকবে আমার প্রতিচ্ছবি, 
সেই ঝকঝকা মোড়ক আমাকে মনে ভাসাবে খুবি;
কোনো এক মোম জ্বলা টেবিলে আমার কবিতাগুচ্ছ পড়বে তোমরা,                 আমি মনে পড়ে যাবো আবারো তোমাদের মনে লাগবে খরা।

কাব্যে লিখা হোউক বিদায়

তুমি স্মৃতির ঝড়া পাতায় রয়ে যাবে আজকের এই প্রহর হতে....
মনে যেদিন খরা লাগবে সেদিন মিথ্যাে সুখে বুক ভাসিয়ে হলেও তোমাকে আড়াল করবো হৃদমাজারে।
স্মৃতির জোনাকিদের তালাবদ্ধ করে রাখবো পুরনো কনডেম সেলে,
তুমিময় বিষাদ চিরকাল থাকবে ধূসর জীবনের কালো অধ্যায়,
আজি এই ক্ষণে কাব্যে লিখা হোউক বিদায়।

আগামীর কথা

ভুলে যাও কসুর

হাতদুটো এক হয়ে থাকুক,
তোমার টানে হিয়া কাদুঁক।
তোমার নামে প্রিয় সুর,
তুমি ভুলে যাও আমার কসুর। 

হৃদয় মুছে নিও

কাঁধে মাথা রেখে বলো না আর তুমি আমার,
মন চুরি হয়ে গেছে সেই কবেই তোমার।
আমি ধোকাঁয় বেঁচে আছি,
বোকা হয়ে দূরে আছি;
তুমি আর ডেকো না ছলনায়,
এই প্রেম দেখবো না পবিত্র আয়নায়।

হাতটা ধুয়ে নিও আমার স্পর্শ মুছে যাবে,
হৃদয় মুছে নিও স্মৃতি খেলা করবে।

-ধূসর কাব্যিক

বরফে আবৃত খেলাঘর


কর্মের মর্ম বুঝতে গিয়েছে গুণিজন,
আমলাতন্ত্র চুপ মেরে আছে হতাশ গুণিজন;
ফেলনা শব্দ প্রশাসন,
চলছে সুন্দর দুঃশাসন।
মালিকানা সব মালিকানা,
আমি-তুমিও অন্যের মালিকানা।

আইন-বরফে আবৃত নামকৃত আইসক্রীম,
বিচার-হাস্যকর বিষয়;
গণতন্ত্র-অদেখা,অলেখা কাহিনী।
তরুণ ভুলেছে রাজপথ,
আমরা ভুলে গিয়েছি রেসকোর্স।

-ধূসর কাব্যিক

সে আমায় ভয় পায়


আমি লিখতে ভালোবাসি সে ঘুমোতে,
আমি নিশ্চুপ থাকি সে ভালোবাসে হাসতে।
আমি আমার ছায়াকে আপন করে রাখি,
সে তাহার ছায়াকে খুব ভয় পায় নাকি!
আমার হাত কলমের আয়ু খায়,
আর সে আজও আমাকে ভয় পায়।

-ধূসর কাব্যিক

SASPSM

Didar Ahmed 

Al-Aqsa is dear to my Lord, 
the house of God is also dear to me.
 Abbas salutes you, 
Olmart haraam your dreams, 
hence the name quartet known today.
 The desert is wet with the tears of a child in Hamas, let's go to Fatah. The world knows the Gaza Strip today, let's go through the death march. The innocent child in the mother's lap is starving in a pile of dirt, the mother is lying on the cursed ground with a bloody chest. As much as the war is going on in Palestine in the tide of Abbas, we don't want Al-Aqsa, we want unholy hands. The conflict that erupted in the peace talks, where there are no UN peacekeepers, why the strategy will not work after the ceasefire, Israel, you have turned the heads of all Muslims. No one got the edge by hitting Islam, you will not get the discount either.

প্রিয় মুখের খেয়ালে


প্রিয় নাম মুছে যায় আধাঁরে,
কপালের কালো টিপ ঝরে,
কান্নার মেলা বসে হৃদয়ে,
প্রিয় খাম ভেজেঁ অশ্রুজলে।

অভিনীত হাসির মালিকানা,
হাতে কষ্ট লিখা বইখানা।
যে নামে হাসতে শেখালে,
সেই নামটা হঠাৎ আড়ালে।

আমি কষ্ট সাজাই দেয়ালে,
দগ্ধ হৃদয় প্রিয় মুখের খেয়ালে।

-ধূসর কাব্যিক

রাজ্যে বিষাক্ত বাতাস

পুড়ে ছাই রাজ্য,
প্রজারা ক্রীতদাস,
মিছিলের দাবি ন্যায্য,
রাজ্যে বিষাক্ত বাতাস।

-ধূসর কাব্যিক

কলেজ ব্যাগটা ধূলোই ভরা

সম্পর্কটা ছিলো ভেতরের, 
সম্পর্কটা খুবি আদরের, 
আজ লুকিয়ে কই তোরা?
আমার কলেজ ব্যাগটা ধূলোই ভরা,
আমি কান্না করি গোপনে,
রাত কাটে মোর ভেজা নয়নে।

ক্লাসগুলো সব ঘুমের ঘোরে,
কাটিয়েছি কলেজ ঘরে,
শৈশব গেলো সাবেক হলো,
কই গেলো  প্রিয়মুখগুলো?
আজ লুকিয়ে কই তোরা?
আমার কলেজ ব্যাগটা ধূলোই ভরা।

প্রকৃত সুখ

মানুষ সবচেয়ে বেশি সুখী হতে পারে ঠিক তখনি যখন মানুষ খুব ব্যাস্ত থাকতে পারে, কারণ ব্যাস্ততায় নেতিবাচক মনোভাবগুলো উদাও হয়ে যায় আর প্রকৃত সুখ ইতিবাচক পরিবর্তনেই আসে।
-দিদার আহমেদ 

ঝরে গেলে তুমি?

হয়তো মনে পড়বে,
হয়তো মনে দাগ কাটবে,
অতৃপ্ত তুমি বুঝলে না!
তোমার হিয়াও কাদঁবে,

তোমার ভাবনাগুলো ভুল,
ঝরে গেলে তুমি আমার ফুল?



ভেবে দেখো

কি বোঝাতে চাও আসলে?
একটা মানুষ ইচ্ছে করে তার প্রিয় মানুষটাকে সময় না দিয়ে থাকতে পারে? আমার ভাবনা অনুযায়ী এটা কখনোই সম্ভব নয়। কেননা প্রতিটা ব্যাক্তিই চায় তার প্রিয় মানুষটা সর্বদা তার বাহুডোরে আঁকড়ে থাকুক।
এবার শুধুমাত্র পুরুষের কথায় আসি,
সবসময় পাশে প্রিয় মানুষটাকে কাছে চাওয়াটা আকাঙ্ক্ষা তবে বাস্তবতা মোটেও নয়। অফিসে বউ নিয়ে কাজ করা আদৌও সম্ভব?  

হাতটা শূন্য লাগে



কিছু কথার মানে খোজাঁ,
তোমার বায়না খুব সোজা।
আমার নিঃশব্দ কিছু কথা,
তোমার দেয়া বোবা ব্যাথা।
আমি ঘুমিয়ে গিয়েছি ময়লা বালিশে।

আমার হাতটা শূন্য লাগে,
এমন কঠিন সময় ছিলনা আগে।
সন্ধ্যে বেলায় ডাক দিও না আমায়,
গত বৃহস্প্রতিতে হারিয়েছি তোমায়।
আয়নাটা ঝাপসা ভীষণ আমার নিঃশ্বাসে।

-ধূসর কাব্যিক

Some contemporary words-

The beginning of love is the nectar time of the life of the lover.The relationship begins with a small amount of solicitation, but gradually the amount of solicitation becomes equal to the amount of money once the debts are collected behind the forbidden wall.After a while, some of the promises made emotionally at the beginning of love began to break. The favorite nickname is hard to hear.Then never oppose each other's wishes or accuse freedom of speech. Neglect and humiliation move the two mountains of anger on both sides,All that is left is some colorful dreams and the time to look at the sky together. Forget the boyfriends and girlfriends just in a rickshaw and in a dark hotel  the sheet in the blue light room can't forget the buried feelings. At the end of the day, the ex-girlfriends of Mayawati, the ex-boyfriend of the society, are the lustful wives of such and such a gentleman.
The culprit who said I will not touch anyone except you is intoxicated with Kamalila sucking the blood of her ex-boyfriend's chest.

The lover and the lover are ignorant about love till the end.

DiDAR AHMED 

স্বাভাবিক

ধূসরী মনে ভেসে ওঠে হাজারো কথা। 
পাওনার আদায়ে আমি অভিযোগ নেই, 
নেই কোনো অপারগতা। 
যারা বোঝেনা সম্পর্ক
যারা বোঝেনা আপন,
তাদের জ্ঞান আদৌ শূন্য। 

বিধিলিখন


 যদি সেদিনকার মতো আবার বৃষ্টি নামতো, 

যদি ভুল চিঠিগুলো ভিঁজে একাকার হয়ে যেতো! 

তবে আবারো তোমার নরম হাতটা কাছে পেতাম,

 

তুমি ভুল ছিলে আমি বদলে গিয়েছি তা ভুলে যেতাম। 

 

কাগজের নৌকো ডুবে যাবে জানতে,

 

তবুও কেনো ভুল আবেগ কিনতে?

 

আমার না হয় একলা হওয়ার বিধিলিখন,

 

তবে কেনো আছো একলা তুমিও এখন? 

 


"অপরাধী কে"


দিনমজুর না খেয়ে মরুক,

আমলারা দুধেভাতে থাকুক;

লকডাউন ভাই লকডাউন,

খালি পেটে ঘরে থাকুন।

পুলিশ আসছে দৌড়ে পালান,

দেখতে পেলে বোধ হয় যাবে গর্দান।


কে দিলো ভাই পুলিশকে এতো ক্ষমতা?

সরকার নাকি পুলিশকে শিখিয়েছে বর্বরতা।

পুলিশটাকে বেতন দিচ্ছি সুন্দর রাখতে দেশ,

আর্মিটাকে পুষি আমি দেশটা রাখতে নিরাপদ,

বিজিবিকে রেখেছি আমি বেতন দিয়ে সীমান্তে,

নৌ-সেনাদের বেতন চালাই মুক্ত রাখতে সমুদ্র,

বিমান সেনা পুষি আমি মুক্ত রাখতে দেশের আকাশ।


আমার টাকায় চলবে প্রশাসন চলবে সকল নিরাপত্তা বাহিনী,

এখন বলি সরকার যদি আমিই হই তবে অপরাধী কে?  


-ধূসর কাব্যিক

পাবে না ছাড়


 আল-আকসা আমার প্রভুর প্রিয়,

আল্লাহর ঘর আমারও প্রিয়।

আব্বাস তোমাকে লাখো সালাম,

ওলমার্ট তোমার স্বপ্নগুলো হারাম,

যার ফলে আজ পরিচিত কোযার্টেট নাম।

হামাসে শিশুর কান্নার জলে ভেজা প্রান্তর,

ফাতাহতে চলছে চলুক।

গাজা উপত্যকা আজ বিশ্ব জেনেছে,

মৃত্যুর মিছিল হেথায় চলুক।

মায়ের কোলের মাসুম শিশু অনাহারে ময়লা স্তূপে,

মা পড়ে আছে অভিশপ্ত ভূমিতে রক্তাক্ত বুকে।


আব্বাসের জোয়ারে ফিলিস্তিনে চলছে যুদ্ধ যত,

আল-আকসা তে চাই না অপবিত্র হাত চাই অক্ষত।

শান্তি রক্ষার বৈঠকে যে সংঘাতের সৃষ্টিপাত,

জাতিসংঘের শান্তি বাহিনী কই নেই কেনো উৎপাত?


যুদ্ধ বিরতির পর কৌশল চলবে না আর,

ইসরাঈল তুমি মাথা বিগড়ে দিয়েছো মুসলমান সবার।

ইসলামকে আঘাত করে কেউ পায় নি পাড়,

তুমিও পাবে না ছাড়।

"হৃদ বাড়িতে শোক"


তোমার জন্যে জীবন তরী ভাসছে অকুল সাগরে,

পাবো বলে তোমায় আমি তুমি হতেই দূরে;

গোপন করে আড়াল তোমার নিচ্ছি আমি খোজঁ,

তোমার জন্য হৃদ বাড়িতে শোক প্রবাহ রোজ।


লোক সমাজে সুখী আমি ভেতর ঘরে শোক,

বলছি আমি দিব্যি কেটে সানজু আমার প্রিয় অসুখ।

আঙুল কেটে বসে আছি সামনে আমার খাবার রেখে,

ভাবছি তুমি দিচ্ছো আমায় মুখে তুলে খাবার মেখে।


চিন্তা আমার মাথা জুড়ে ভয়টা প্রতি দমে,

তোমায় আমার পেতে হবে সামাজিক নিয়মে।


-ধূসর কাব্যিক

অষ্ঠ প্রহরে


দিদার আহমেদ 

 বৃদ্ধ বুকের শুদ্ধ চাওয়া হলো না তোমায় পাওয়া,
হৃদয় বীণা সুর হীনা হবে না গান গাওয়া;
সর্বনাশী ভালোবাসি তোমার ঠোঁটের হাসি, 
তোমার অট্রহাসি কান্নাবাসী আমি দিবা নিশি। 
 চিলেকোঠায় স্বপ্ন ঠোকাই বাধঁতে সুখের ঘর, 
রঙিন মলিন স্বপ্ন বিদায় করলি আমায় পর। 
সুখের তরে শোকের ছায়া আমার শহরে, 
কান্নায় খুশি কান্নায় ভাসি অষ্ঠ প্রহরে। 

পারবতী


পারবতী

দিদার আহমেদ

সে বেলায় কত সুন্দর ছিলো পৃথিবীটা,

হাসির কারণগুলোও জীবিত ছিলো জুড়ে নীলের অংশটা।

পারবতী তুমি গান গেয়েছিলে আমার আঙিনায়,

আমি মুখ তুলে তাকিয়েছিলাম তোমার দরজায়।

লাল তুমি নীলের প্রিয় হয়েছিলে সেদিন,

তোমার ঠোঁটের অতিরিক্ত ব্যাস্ততা ছিলো যেদিন।

ঘুম পাড়িয়ে ছিলে সেদিন বিরহের,

খুব দাম দিয়ে কিনেছিলাম বিড়ম্বনা শেষ প্রহরের।

আবেগমাখা খুনসুটিতে নাম দিয়েছিলাম,

স্বপ্ন ভাঙার গল্পগুলো হঠাৎ হারিয়েছিলাম।

পারবতী তুমি প্রিয় হয়েই আছো হিয়ায়,

জোৎস্না বিলে সাতার কাটছি হারিয়ে তোমার মায়ায়।

সাম্প্রতিক লেখা

আমি থাকবো সাহিত্য পাড়ায়

দিদার আহমেদ  আমি আছি সাহিত্য পাড়ায়,  লিখবো মনপাখি আর কলমের ইশারায়;  আমি থাকবো তোমাদের মাঝে,  সকাল সন্ধ্যা প্রিন্ট আউট ডাইরির ...