আমি থাকবো সাহিত্য পাড়ায়
কাব্যে লিখা হোউক বিদায়
ভুলে যাও কসুর
হৃদয় মুছে নিও
বরফে আবৃত খেলাঘর
সে আমায় ভয় পায়
SASPSM
প্রিয় মুখের খেয়ালে
কলেজ ব্যাগটা ধূলোই ভরা
প্রকৃত সুখ
ঝরে গেলে তুমি?
ভেবে দেখো
হাতটা শূন্য লাগে
Some contemporary words-
স্বাভাবিক
বিধিলিখন
যদি সেদিনকার মতো আবার বৃষ্টি নামতো,
যদি ভুল চিঠিগুলো ভিঁজে একাকার হয়ে যেতো!
তবে আবারো তোমার নরম হাতটা কাছে পেতাম,
তুমি ভুল ছিলে আমি বদলে গিয়েছি তা ভুলে যেতাম।
কাগজের নৌকো ডুবে যাবে জানতে,
তবুও কেনো ভুল আবেগ কিনতে?
আমার না হয় একলা হওয়ার বিধিলিখন,
তবে কেনো আছো একলা তুমিও এখন?
"অপরাধী কে"
দিনমজুর না খেয়ে মরুক,
আমলারা দুধেভাতে থাকুক;
লকডাউন ভাই লকডাউন,
খালি পেটে ঘরে থাকুন।
পুলিশ আসছে দৌড়ে পালান,
দেখতে পেলে বোধ হয় যাবে গর্দান।
কে দিলো ভাই পুলিশকে এতো ক্ষমতা?
সরকার নাকি পুলিশকে শিখিয়েছে বর্বরতা।
পুলিশটাকে বেতন দিচ্ছি সুন্দর রাখতে দেশ,
আর্মিটাকে পুষি আমি দেশটা রাখতে নিরাপদ,
বিজিবিকে রেখেছি আমি বেতন দিয়ে সীমান্তে,
নৌ-সেনাদের বেতন চালাই মুক্ত রাখতে সমুদ্র,
বিমান সেনা পুষি আমি মুক্ত রাখতে দেশের আকাশ।
আমার টাকায় চলবে প্রশাসন চলবে সকল নিরাপত্তা বাহিনী,
এখন বলি সরকার যদি আমিই হই তবে অপরাধী কে?
-ধূসর কাব্যিক
পাবে না ছাড়
আল-আকসা আমার প্রভুর প্রিয়,
আল্লাহর ঘর আমারও প্রিয়।
আব্বাস তোমাকে লাখো সালাম,
ওলমার্ট তোমার স্বপ্নগুলো হারাম,
যার ফলে আজ পরিচিত কোযার্টেট নাম।
হামাসে শিশুর কান্নার জলে ভেজা প্রান্তর,
ফাতাহতে চলছে চলুক।
গাজা উপত্যকা আজ বিশ্ব জেনেছে,
মৃত্যুর মিছিল হেথায় চলুক।
মায়ের কোলের মাসুম শিশু অনাহারে ময়লা স্তূপে,
মা পড়ে আছে অভিশপ্ত ভূমিতে রক্তাক্ত বুকে।
আব্বাসের জোয়ারে ফিলিস্তিনে চলছে যুদ্ধ যত,
আল-আকসা তে চাই না অপবিত্র হাত চাই অক্ষত।
শান্তি রক্ষার বৈঠকে যে সংঘাতের সৃষ্টিপাত,
জাতিসংঘের শান্তি বাহিনী কই নেই কেনো উৎপাত?
যুদ্ধ বিরতির পর কৌশল চলবে না আর,
ইসরাঈল তুমি মাথা বিগড়ে দিয়েছো মুসলমান সবার।
ইসলামকে আঘাত করে কেউ পায় নি পাড়,
তুমিও পাবে না ছাড়।
"হৃদ বাড়িতে শোক"
তোমার জন্যে জীবন তরী ভাসছে অকুল সাগরে,
পাবো বলে তোমায় আমি তুমি হতেই দূরে;
গোপন করে আড়াল তোমার নিচ্ছি আমি খোজঁ,
তোমার জন্য হৃদ বাড়িতে শোক প্রবাহ রোজ।
লোক সমাজে সুখী আমি ভেতর ঘরে শোক,
বলছি আমি দিব্যি কেটে সানজু আমার প্রিয় অসুখ।
আঙুল কেটে বসে আছি সামনে আমার খাবার রেখে,
ভাবছি তুমি দিচ্ছো আমায় মুখে তুলে খাবার মেখে।
চিন্তা আমার মাথা জুড়ে ভয়টা প্রতি দমে,
তোমায় আমার পেতে হবে সামাজিক নিয়মে।
-ধূসর কাব্যিক
অষ্ঠ প্রহরে
পারবতী
পারবতী
দিদার আহমেদ
সে বেলায় কত সুন্দর ছিলো পৃথিবীটা,
হাসির কারণগুলোও জীবিত ছিলো জুড়ে নীলের অংশটা।
পারবতী তুমি গান গেয়েছিলে আমার আঙিনায়,
আমি মুখ তুলে তাকিয়েছিলাম তোমার দরজায়।
লাল তুমি নীলের প্রিয় হয়েছিলে সেদিন,
তোমার ঠোঁটের অতিরিক্ত ব্যাস্ততা ছিলো যেদিন।
ঘুম পাড়িয়ে ছিলে সেদিন বিরহের,
খুব দাম দিয়ে কিনেছিলাম বিড়ম্বনা শেষ প্রহরের।
আবেগমাখা খুনসুটিতে নাম দিয়েছিলাম,
স্বপ্ন ভাঙার গল্পগুলো হঠাৎ হারিয়েছিলাম।
পারবতী তুমি প্রিয় হয়েই আছো হিয়ায়,
জোৎস্না বিলে সাতার কাটছি হারিয়ে তোমার মায়ায়।
সাম্প্রতিক লেখা
আমি থাকবো সাহিত্য পাড়ায়
দিদার আহমেদ আমি আছি সাহিত্য পাড়ায়, লিখবো মনপাখি আর কলমের ইশারায়; আমি থাকবো তোমাদের মাঝে, সকাল সন্ধ্যা প্রিন্ট আউট ডাইরির ...
-
দিদার আহমেদ আমি আছি সাহিত্য পাড়ায়, লিখবো মনপাখি আর কলমের ইশারায়; আমি থাকবো তোমাদের মাঝে, সকাল সন্ধ্যা প্রিন্ট আউট ডাইরির ...
-
কর্মের মর্ম বুঝতে গিয়েছে গুণিজন, আমলাতন্ত্র চুপ মেরে আছে হতাশ গুণিজন; ফেলনা শব্দ প্রশাসন, চলছে সুন্দর দুঃশাসন। মালিকানা সব মালিক...
-
কাঁধে মাথা রেখে বলো না আর তুমি আমার, মন চুরি হয়ে গেছে সেই কবেই তোমার। আমি ধোকাঁয় বেঁচে আছি, বোকা হয়ে দূরে আছি; তুমি আর ডেকো না ছ...